রাত ৩টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর

সময়: 8:00 am - June 28, 2021 | | পঠিত হয়েছে: 40 বার
রাত ৩টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর

খেলা: কোপা আমেরিকার বি গ্রুপের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল, রাত তিনটায় সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে ভেনেজুয়েলা লড়বে পেরুর বিপক্ষে। নির্ভার নেইমার, গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার নিশ্চিত হয়েছে আগেই। কনমেবল নর্থ জোনে এখনও পর্যন্ত আনবিটেন ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেলেসাও ব্রিগেডের প্রতিপক্ষ ইকুয়েডর।

ইকুয়েডর-ব্রাজিলের মুখোমুখি ৩৩ লড়াইয়ে ২৭ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল, ৪ ড্রয়ের বিপরিতে মাত্র দুই হার। ব্রাজিলের বিপক্ষে জয়ের মুখ দেখলেই পয়েন্ট হবে পাঁচ, সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে দুয়ে থাকা কলম্বিয়াকে পেছনে ফেলে শেষ আটে যাবার সুযোগ আছে ইকুয়েডরের, সেটাকি আদৌ সম্ভব!

তিন ম্যাচ করে খেলে পেরুর পয়েন্ট ৪, ভেনেজুয়েলার ২। ম্যাচ জিতলেই সুযোগ থাকছে ভেনেজুয়েলার শেষ আটে যাবার। এই আসরে এখনও পর্যন্ত জয় অধরা, কলম্বিয়া, ইকুয়েডরের সাথে ড্র ব্রাজিলের বিপক্ষে হার, শেষ ম্যাচে জয় দেখলেই কোয়ার্টারের স্বাদ পাবে ভেনেজুয়েলা।

৪ পয়েন্ট নিয়ে এখনও নির্ভার হতে পারেনি পেরু। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে কলম্বিয়া। গোল গড়ে মাইনাসের ঘরে পেরুভিযানরা। রেইসে টিকে থাকতে যদি, হয়, তবের, হিসাব নয়, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জিতেই পুর্ন পয়েন্ট নিয়ে শেষ আটে যেতে চায় পেরুভিয়ানরা

এই বিভাগের আরও খবর