শর্মা হাউজ থেকে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে : পুলিশ কমিশনার
সময়: 6:48 pm - June 27, 2021 | | পঠিত হয়েছে: 40 বার
শর্মা হাউজ থেকে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে : পুলিশ কমিশনার
ঢাকা: ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেছেন, মগবাজারে ভয়াবহ ভবন বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। শর্মা হাউজ থেকে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে শর্মা হাউজ ছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কমিশনার বলেন, সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’