ডলবির স্বীকৃতি পেল ওয়ালটন

সময়: 10:53 am - June 15, 2020 | | পঠিত হয়েছে: 157 বার
ডলবির স্বীকৃতি পেল ওয়ালটন

ঢাকা: অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ ডলবি ল্যাবরেটরিসের ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন।

এর ফলে ওয়ালটন এখন বাংলাদেশে ডলবি’র অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরি করতে পারবে। ডলবি প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে অডিওর গুণগত মান বাড়ানো। ডলবি শুধু লাইসেন্সধারী উৎপাদনকারীদের তার প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেয়।

রবিবার (১৪ জুন) ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন।

ওই বৈঠকে ডলবি ল্যাবরেটরিসের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো উপস্থিত ছিলেন। দুই পক্ষের আলোচনার পর সম্প্রতি ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে স্বীকৃতি লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এই বিভাগের আরও খবর