মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে আরও ৮ জন নিহত
সময়: 10:22 am - May 3, 2021 | | পঠিত হয়েছে: 69 বার
মিয়ানমার: রবিবার দেশটির মান্দালয়, ওয়েটলেটসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীদের মিছিলে গুলি করে সেনাবাহিনী। গতকাল দেশজুড়ে ‘গ্লোবাল মিয়ানমার স্প্রিং রেভুলেশন’ নামে আন্দোলনের ডাক দেয়।
আন্দোলনের সংগঠকরা জানায়, তাদের আন্দোলনের মূলমন্ত্র হচ্ছে, মিয়ানমারের জনগণের কণ্ঠে বিশ্বকে নাড়িয়ে দেয়া। দেশব্যাপী হাজার হাজার মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে মিছিল করে। তাদের থামাতে মিছিলে গুলি করে সেনাবাহিনী। গুলিতে মান্দালয়ে দুইজন, ওয়েটলেটে তিনজন, সান রাজ্যের বিভিন্ন শহরে দুইজন এবং পাখান্ট শহরে একজন নিহত হয়েছে।
পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সাড়ে ৭শ’র বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী।