লকডাউনে’ বাড়ল সোনার দাম

সময়: 12:07 pm - April 17, 2021 | | পঠিত হয়েছে: 63 বার
লকডাউনে’ বাড়ল সোনার দাম

ঢাকা; বিশ্ববাজারে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম বেড়েছে সোনার। পাশাপাশি রুপার দামেও বড় উত্থান হয়েছে। সেইসঙ্গে দাম বেড়েছে আর এক দামি ধাতু প্লাটিনামের।
গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। রুপার দাম বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। আর প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৩৮ শতাংশ।

বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, আমরা সবসময় বিশ্ববাজারের সঙ্গে আপডেট থেকেছি। বিশ্ববাজারে সোনার দাম বাড়া বা কমার সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে দাম কমায় মার্চ মাসে দেশের বাজারে দু’দফা স্বর্ণের দাম কমিয়েছি। তবে এখন বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে।

এই বিভাগের আরও খবর