স্বাস্থ্যের ডিজি করোনায় আক্রান্ত

সময়: 7:29 am - March 20, 2021 | | পঠিত হয়েছে: 53 বার
স্বাস্থ্যের ডিজি করোনায় আক্রান্ত

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আরম ও অধিদফতরের লাইন ডিরেক্টর মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মিজানুর রহমান নিজেই এ তথ্য জানিয়ে বলেন, করোনার উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। গত দুই দিন আগে নমুনা পজিটিভি আসে। বর্তমানে আমরা দুজনই বাসায় অবস্থান করছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রথমে অধিদফতরের অফিসের ছয়জন কর্মচারী করোনায় আক্রান্ত হন। যারা সব সময় আমার আশেপাশে থাকতেন।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। ওই অনু্ষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অধিদফতরের অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর