আফ্রিদির করোনামুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন মুশফিক

সময়: 7:03 pm - June 14, 2020 | | পঠিত হয়েছে: 115 বার
আফ্রিদির করোনামুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় পাকিস্তানের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুঁটে গেছেন পাকিস্তান সেনসেশন শহীদ আফ্রিদি। ছুটে গেছে আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী সৈন্য শিবিরেও। দিয়েছেন মানবতার ডাক। আর্ত মানবতায় করেছেন নিজেকে নিয়োজিত।

নিজের নামে গড়ে তোলা ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলে যখন পড়েছিলেন বিব্রতকর পরিস্থিতিতে মুশফিকুর রহিম, তখন মুশফিককে করেছেন আশ্বস্ত।

নিলামে সর্বোচ্চ দর ২০ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ১৭ লাখ টাকা) দিয়ে কিনে নিয়েছেন মুশফিকের ব্যাট। কিনে ফেসবুক লাইভে দিয়েছেন মুশফিককে ধন্যবাদ।

পাকিস্তানের এই করোনাযোদ্ধা যখন নিজেই হয়েছেন করোনা আক্রান্ত, তখন মুশফিক তার আশু রোগমুক্তি কামনায় তার জন্য দোয়া করেছেন। সবার কাছে তার জন্য দোয়া করতে বলেছেন। এক টুইট বার্তায় সেই আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম-‘ সত্যিই আপনার খবরটা শুনে খুব খারাপ লাগছে, ভাই। আল্লাহ আপনাকে সিফাহ দান করুন। দয়া করে আমার ভাইয়ের জন্য দোয়া করুন। তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।’

এই বিভাগের আরও খবর