যেভাবে টাকা হাতিয়ে নিতেন অভিনেত্রী রোমানা স্বর্ণা

সময়: 7:15 pm - March 12, 2021 | | পঠিত হয়েছে: 71 বার
যেভাবে টাকা হাতিয়ে নিতেন অভিনেত্রী রোমানা স্বর্ণা

ঢাকা: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের দায়েরকৃত মামলার ভিত্তিতে ১১ মার্চ, তাকে মোহাম্মদ থানা পুলিশ গ্রেপ্তার করে।

অভিযোগকারী জানান, নানা কৌশলে, প্রতারণা করে, ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা স্বর্ণা।

কামরুল হাসান বলেছেন, আমার খালাতো ভাইয়ের মাধ্যমে রোমানা ইসলাম স্বর্ণার সঙ্গে পরিচয় হয়। এরপর ফেসবুকে সম্পর্ক। এক পর্যায়ে স্বর্ণা আমাকে বলে সে অসহায়। ছেলের পড়ালেখার খরচ চালানোর মত টাকা নেই। মিডিয়াতে কাজ কর্ম হয় না। সব মিলে সে খারাপ অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে সে আমাকে একটা উবারে চালানোর জন্য গাড়ি কিনে দিতে বললে আমি ১৮ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিই।

তিনি বলেন, গাড়ি কিনে দেওয়ার পর স্বর্ণা আমাকে বলে তার ছেলের যাতায়াতের জন্য একটা মোটরসাইকেল দরকার। আমি সে টাকাটাও দেই এবং বলে আমাকে আস্তে আস্তে দেবে। এরপর আমাকে দুএকবার ২০-৩০ হাজার টাকা রিটার্ন করে আমার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে।

কামরুল বলেন, স্বর্ণা লালমাটিয়াতে তার এক আত্মীয়ের একটি ফ্ল্যাট আছে বলে জানায়। যেটি অল্প মূল্য পাওয়া যাবে বলে সে আমাকে জানায়। তার কথায় বিশ্বাস করে আমি তাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দেই।

সৌদি আরব থেকে দেশে আসলে সে আমাকে ওদের বাসায় যাওয়ার দাওয়াত দিলে আমি ওই বাসায় যাই। বাসায় যাওয়ার পরে এক পর্যায়ে সে আমাকে আটকে রাখে। খাবারের মাধ্যমে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে নগ্ন করে আমার খারাপ খারাপ ছবি তোলে এবং আমার স্ট্যাম্প নেয়। এরপর সে আমাকে বিয়ে করতে বাধ্য করে। বিয়ে না করলে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সম্মানহানির ভয়ে স্বর্ণাকে আমি বিয়ে করতে বাধ্য হই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, সৌদি প্রবাসী সাবেক স্বামীর মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে কথোপকথন। ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা। সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান।

এ সময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে। এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। সন্ধ্যায় লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে শোবিজে আত্মপ্রকাশ করেন রোমানা স্বর্ণা। পরবর্তীতে তিনি নাটকের নিয়মিত কাজ শুরু করেন। ২০১৫ সালে তিনি সিনেমাতেও আত্মপ্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর