সড়ক দুর্ঘটনায় কর্মকর্তা নিহত, ৫ বাসে আগুন

সময়: 6:26 pm - March 11, 2021 | | পঠিত হয়েছে: 67 বার
সড়ক দুর্ঘটনায় কর্মকর্তা নিহত, ৫ বাসে আগুন

ঢাকা: আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কারখানার এক কর্মকর্তা নিহতের ঘটনায়, সড়ক অবরোধ করে ৫টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত পোশাক শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে নরসিংহপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম, শারমিন গ্রুপ পোশাক কারখানার এডমিন হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রাতে রাস্তা পাড় হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস শামসুল আলমকে চাপা দিলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উত্তেজিত পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে ৫টি গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই বিভাগের আরও খবর