বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন উইলিয়ামসন

সময়: 9:01 am - March 9, 2021 | | পঠিত হয়েছে: 127 বার

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন পর্ব শেষ করেছে টিম বাংলাদেশ। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে টাইগার শিবির।

এরইমধ্যে জানা গেল, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন।

বেশ কিছুদিন ধরেই বাঁ কনুইয়ের চোটে ভুগছিলেন কিউই ক্যাপ্টেন। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজমেন্ট।

এ বিষয়ে নিউজিল্যান্ডে কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উইলিয়ামসন সবসময় দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।’

তিনি বলেন, ‘যেকোনও ব্যাটসম্যানের সামনেই কনুই ব্যাটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতহু ইনজুরিটা ঠিক হচ্ছিল না, তাই কিছু একটা করার প্রয়োজন ছিল। খেয়াল করে দেখুন, চলতি বছর উইলিয়ামসন কী পরিমাণ ব্যাটিং করেছে। হয়তো এ কারণেই ইনজুরি ঝুঁকিটা বেড়েছে।’

আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

এই বিভাগের আরও খবর