ইমরানের অধীনে এজেন্সিগুলো জড়িত ভোট চুরিতে: মরিয়ম নওয়াজ

সময়: 7:37 am - February 27, 2021 | | পঠিত হয়েছে: 66 বার
ইমরানের অধীনে এজেন্সিগুলো জড়িত ভোট চুরিতে: মরিয়ম নওয়াজ

ঢাকা: পাকিস্তানে পাঞ্জাবের দাস্কা উপনির্বাচনে অনিয়ম নিয়ে বিতর্কের মধ্যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেন, ভোট চুুরিতে প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে আসা এজেন্সিগুলো জালিয়াতিতে জড়িত ছিল।

বুধবার দেশটির গণমাধ্যম ডন-এর উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, জালিয়াতির পরও যখন তারা জিততে পারছিল না, তখন তারা ২০ কর্মকর্তাকে অপহরণ করে।

গত সপ্তাহে এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বলেছে, তারা সন্দেহ করছে যে ২০টি ভোট কেন্দ্রের ফলাফল মিথ্যা।

পিএমএল-এন নেতা দেশটির নির্বাচন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গত সপ্তাহে মরিয়ম বলেছিলেন, এনএ-৭৫ (দাস্কা) আসনের উপনির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে সন্দেহ করা ইসিপি ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’।

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যখন ঘোষণা করেছিল যে তারা নির্বাচনে জয়লাভ করেছে, তখন ইসিপি বলেছে যে তারা সন্দেহ করছে যে এনএ-৭৫ (দাস্কা) আসনের উপনির্বাচনে ২০টি ভোট কেন্দ্রের ফলাফল মিথ্যা হয়েছে।

এই বিভাগের আরও খবর