চাইলে মোস্তাফিজকেও ছুটি দেবে বিসিবি

সময়: 8:15 am - February 20, 2021 | | পঠিত হয়েছে: 74 বার
চাইলে মোস্তাফিজকেও ছুটি দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক: আগামী এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ঠিক সে সময়ই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এ দুই টুর্নামেন্টের মধ্যে সাকিব আল হাসান বেছে নিয়েছেন আইপিএলকে। ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে এ তারকা ছুটির আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত তার ছুটি মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই প্রশ্ন উঠেছে যদি মোস্তাফিজও আইপিএল খেলতে ছুটি চাই কি করবে বিসিবি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মুস্তাফিজ চাইলে তাঁকেও ছুটি দেয়া হবে।

বৃহস্পতিবার আইপিএলের নিলামে দল পান বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। একজন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যজন রাজস্থান রয়্যালসে। এরইমধ্যে বোর্ডের কাছে সাকিব ছুটি চাইলেও মোস্তাফিজ কিছু বলেননি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেয়া হবে। এখন থেকে কোনো ক্রিকেটারকেই জোর করে খেলানো হবে না, ‘মোস্তাফিজ ছুটি চাইলে অবশ্যই তাঁকে দেয়া হবে। সে যেহেতু বাংলাদেশ দলের খেলোয়াড়, যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। সে (সাকিব) আপাতত আমাদের চিঠি দিয়েছে টেস্টের ব্যাপারে। সেটা নিয়েই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’

আকরাম আরও বলেন, ‘দেখুন, আমরা কাউকে জোর করবো না। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। একই নির্দেশনা দিয়েছেন তিনিও। টেস্ট খেলতে আগ্রহী নয়, এমন কাউকেই আমরা ভবিষতেও ভাববো না।’

এদিকে সাকিবের ছুটি মঞ্জুর প্রসঙ্গে আকরাম বলেন, ‘দুইদিন আগে সাকিব আমাদের একটি চিঠি দিয়েছে উল্লেখ্য করেছে যে সে আইপিএল খেলতে আগ্রহী। তাঁকে যেন আইপিএলে খেলতে দেয়া হয়। ওইসময় টেস্ট থাকবে। চিঠিটা দিয়েছে, আমরা বোর্ডে সিদ্ধান্ত নিলাম আমরা ছুটি দেব। কাউকে তো জোর করে খেলানো যায় না।’

এই বিভাগের আরও খবর