মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছে

সময়: 8:37 am - February 3, 2021 | | পঠিত হয়েছে: 54 বার
মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছে

ঢাকা: মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম হলে বিদ্যমান শুধু নিবন্ধন ফি চার হাজার ২০০ টাকার জায়গায় দুই হাজার টাকা হবে। আর ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির ওপরে হলে বিদ্যমান শুধু নিবন্ধন ফি আগের ৫ হাজার ৬০০ টাকার জায়গায় তিন হাজার টাকা হবে।

বর্তমানে ১০০ সিসির মোটরসাইকেলের মূল নিবন্ধন ফির সঙ্গে সড়ক করসহ অন্যান্য খরচ মিলিয়ে দুই বছর মেয়াদের জন্য ১০ হাজার ৫৮৯ টাকা দিতে হয়। আর ১০০ সিসির বেশি ক্ষমতার জন্য মূল নিবন্ধন ফিসহ অন্যান্য খরচ মিলিয়ে দিতে হয় ১৩ হাজার ৫৯০ টাকা।

এই বিভাগের আরও খবর