জিততে মরিয়া বার্সা, পূর্ণ শক্তি নিয়েই জুভেন্টাসকে মোকাবেলা

সময়: 7:07 am - December 8, 2020 | | পঠিত হয়েছে: 133 বার
জিততে মরিয়া বার্সা, পূর্ণ শক্তি নিয়েই জুভেন্টাসকে মোকাবেলা

স্পোর্টস ডেস্ক: দুই বিশ্বসেরা ক্লাবের লড়াই। তবে ক্লাবকে পেছনে ফেলে আলোচনায় দুই বিশ্বসেরা ফুটবলার মেসি-রোনালদো। ন্যু ক্যাম্পে অনেকদিন পর মুখোমুখি হচ্ছে দুই বিশ্বসেরা ফুটবলার। ম্যাচটি জিততে মরিয়া স্বাগতিকরা।

অনেক আগেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন, গ্রুপে নিজেদেরকেই সেরা মনে হচ্ছে তার। এখনও পর্যন্ত তা প্রমাণ করেছে দলটি। দুই ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছে নকআউট পর্ব। লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। জুভেন্টাসের বিপক্ষে ফিরতি লড়াইয়ে তাই পূর্ণ শক্তির দল খেলানোর ঘোষণা দিলেন ডাচ কোচ কোম্যান।

প্রতিযোগিতার ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে কাম্প ন্যুয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত দুইটায় জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।

পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। জুভেন্টাসের ১২ পয়েন্ট। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা দল দুটির লক্ষ্য এবার গ্রুপ সেরা হওয়া। প্রথম পর্বে সিরি আ চ্যাম্পিয়নদের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসায় সম্ভাবনা বেশি বার্সেলোনার।

ম্যাচের আগের দিন বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, আমাদের লক্ষ্য ভালো খেলা এবং প্রতিটি ম্যাচ জেতা। আমরা তাদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছি এবং এখন পর্যন্ত খেলা সব ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছি। এ কারণেই গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে আমাদের।

জেরার্দ পিকে, সের্হি রবের্তো, আনসু ফাতি, উসমান ডেম্বেলেসহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে আছেন। যারা দলে আছেন, তাদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়ে বার্সা কোচ বলেন, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা পাচ্ছি না। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমাদের যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে, সতেজ থাকতে হবে। ইউভেন্তুসের বিপক্ষে আমরা শক্তিশালী দল নামাব, কারণ আমরা গ্রুপ সেরা হতে চাই।

এই বিভাগের আরও খবর