করোনায় যুক্তরাষ্ট্রে বাড়ছে কর্মহীনদের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে কর্মহীন মানুষের সংখ্যা। মহামারিতে যত লোক কর্মহীন হতে পারেন বলে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, তার থেকেও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আর এ সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে গত শনিবার (২১ নভেম্বর) শেষ সপ্তাহ পর্যন্ত কর্মহীন হয়ে সরকারের কাছে বেকারত্বের সুবিধার জন্য আবেদন করেছেন দেশটির প্রায় ৭ লাখ ৭৮ হাজার মানুষ।
সাতদিনে সর্বোচ্চ ৭ লাখ ৩৩ হাজার মানুষ বেকারত্ব সুবিধার জন্য আবেদন করতে পারেন বলে ডো জোনসের অর্থনীতিবিদদের পূর্বাভাসে বলা হয়েছে। যা এর আগের সপ্তাহেও বেকারত্বের সুবিধার জন্য আবেদন করেছিলেন ৭ লাখ ৪২ হাজার।
এদিকে, দেশটিতে কর্মহীনদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা কমাতে শুরু করেছে মার্কিন প্রশাসন।
করোনায় দেশটিতে গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ২৬ জন।