রাজধানীতে র‍্যাবের অভিযান, মাস্ক না থাকলেই জরিমানা!

সময়: 6:50 am - November 26, 2020 | | পঠিত হয়েছে: 58 বার
রাজধানীতে র‍্যাবের অভিযান, মাস্ক না থাকলেই জরিমানা!

ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউ রোধে রাজধানীতে সরকারি নির্দেশনা অনুসারে মাস্ক পরা নিশ্চিত, মাস্ক না পড়লে জরিমানা, করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করবে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুরে একযোগে র‍্যাবের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মো. ইমরান।

তিনি বলেন, শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, ফার্মগেট মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

এছাড়া সিটি কলেজ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এই বিভাগের আরও খবর