বিজয় হয়ে ফিরতে চান এনামুল

সময়: 7:47 am - November 23, 2020 | | পঠিত হয়েছে: 79 বার
বিজয় হয়ে ফিরতে চান এনামুল

স্পোর্টস : ওয়ানডে অভিষেকে ৪১, দ্বিতীয় ম্যাচে ম্যাচ উইনিং ১২০। ৮ বছর আগে বিজয়ের মাসে তার এই সেঞ্চুরিতে বিজয়বার্তা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের আবহ পেয়েছে বাংলাদেশ সেই ইনিংসে।

মহান বিজয়ের দিনে যে ছেলেটির জন্ম, এনামুল হক থেকে বিজয় হয়ে গেলেন সেই ছেলেটি বিকেএসপিতে ভর্তি হয়ে। দারুন শুরুর পর সেই বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে। ৪ টেস্টে থেমে গেছে তার টেস্ট ক্যারিয়ার।

২০১৫ সালের পর টি-২০ ক্যারিয়ারও গেছে থমকে। ওয়ানডে ক্রিকেটে শাহরিয়ার নাফিসের পর দ্বিতীয় দ্রুততম হাজারী ক্লাবের সদস্য এনামুল হক বিজয় ১ বছর ব্রেকের পর ফিরে করেছেন হতাশ। গত বছর শ্রীলংকা সফরে ১৪ রানের ইনিংসে থেমে গেছে আবার ওডিআই ক্যারিয়ার।সেই থেকে ১৬ মাস দলের বাইরে বিজয়।

ঘরোয়া ক্রিকেটের ধারাবাহি পারফরমার আন্তর্জাতিক ক্রিকেটে কেন বার বার বাধাগ্রস্থ হচ্ছেন ? তার উত্তর অবশ্য খুঁজে পেয়েছেন এনামুল হক বিজয়। বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে জেমকন খুলনার এনামুল হক বিজয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নিজেকে ফিরে পেতে তার পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিজয় হয়ে ফিরতে মন খুলে খেলতে চান ২৭ বছর বয়সী ছেলেটি- ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা। যেভাবে খেলতে পছন্দ করি, আমার মতো করে খেলতে চাই যেনো টিমকে কিছু দিতে পারি। আমি খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেওয়ার জন্য। অনেক দিন ধরেই নিজেকে সেভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করব এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’

এই বিভাগের আরও খবর