নানাভাই ইন-শাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে’

সময়: 7:02 am - November 21, 2020 | | পঠিত হয়েছে: 106 বার
নানাভাই ইন-শাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে’

ঢাকা; কসবা আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন। এদিকে তার মৃত্যুতে ‘হৃদয়স্পর্শী’ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের একজন ধর্মীয় আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

মিজানুর রহমান আজহারী শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে শোকাহত হয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ব্রেকিংনিউজের পাঠকের জন্য হুবহুব তুলে ধরলাম।

‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদি (পীরসাহেব আড়াইবাড়ী দরবার)‏ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাঁর দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন। ’

‘একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসাথে দেখা যাবে না। বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে। ’

‘এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — প্রস্তুত তো?’

এই বিভাগের আরও খবর