৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

সময়: 7:05 am - November 9, 2020 | | পঠিত হয়েছে: 86 বার
৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

ক্রীড়া ডেস্ক; গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। তাই মাঠের ক্রিকেটে ফিরতে আর বাধা নেই তার। এজন্য গুনে গুনে ঠিক ৩৭৬ দিন পর এ তারকা সোমবার ফিরলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। শেষবার এই মাঠে তিনি এসেছিলেন গেল বছরের ২৯ অক্টোবর। যেদিন নিজের মুখেই আইসিসির নিষেধাজ্ঞার শাস্তির কথা শুনিয়েছিলেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় মিরপুরের হোম অব ক্রিকেটে পা রাখেন সাকিব। আজ সেখানে দেওয়ার কথা ছিল বিপ টেস্ট। কিন্তু সেটা তাকে দিতে হবে মঙ্গলবার। তাই ইনডোরে কিছুটা সময় কাটিয়ে এ তারকা ফিরে যান।

চলতি মাসের শেষ দিকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। যে টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব। তার আগে এ তারকাকে বিপ টেস্টে পাস করতে। তাই সোমবার সকালেই মিরপুরে হাজির হয়েছিলেন তারকা এ অলরাউন্ডার।

এরআগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। একদিন পরই এ তারকা করোনা পরীক্ষা করান। রিপোর্ট এসেছে তার নেগেটিভ। তাই ধারণা করা হচ্ছে বিপ টেস্টেও উতরে যাবেন এ বাঁহাতি।

এই বিভাগের আরও খবর