যাত্রাবাড়ী থানার কর্মরত এএসআই আজিজকে ইয়াবাসহ গ্রেপ্তার করছে র্যাব
সময়: 6:17 am - November 9, 2020 | | পঠিত হয়েছে: 60 বার
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে।
তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
রবিবার (৮ নভেম্বর) তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১০)। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতেই গ্রেপ্তার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।