নভেম্বরের শেষ দিকে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা জানা যাবে: ফাউচি

সময়: 6:51 am - October 26, 2020 | | পঠিত হয়েছে: 67 বার
নভেম্বরের শেষ দিকে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা জানা যাবে: ফাউচি

ঢাকা: নভেম্বরের শেষ দিকেই করোনার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশাবাদী মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
স্থানীয় সময় শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে একথা জানান তিনি। ফাউচি বলেন, ‘মানবদেহে নিরাপদ এবং কার্যকরি প্রমাণিত হলে তবেই, ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেয়া হবে।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরেই ভ্যাকসিন আসতে পারে। তবে, ভ্যাকসিন দিতে আগামী বছরের প্রথম তিন মাস সময় লেগে যাবে। এছাড়া প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী এবং আশঙ্কাজনক রোগীরা। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে ভ্যাকসিন সহজলভ্য হতে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান ফাউচি।

ভ্যাকসিন নিলেও করোনা ঠেকাতে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে বলেও সতর্ক করেছেন ড. অ্যান্থনি ফাউচি।

এই বিভাগের আরও খবর