বুন্দেসলিগায় লেভানদস্কির নতুন রেকর্ড
সময়: 8:31 am - October 25, 2020 | | পঠিত হয়েছে: 54 বার
ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন এবার ঠিক সেখান থেকেই শুরু করেছেন রবার্ট লেভানদস্কি। সে ধারাবাহিকতায় এ তারকা শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এরফলে এ লিগে সবচেয়ে দ্রুত ১০ গোলের মাইলফলকে পৌছানোর রেকর্ড গড়েছেন তিনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবারের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। চলতি মাসে হের্টা বার্লিনের বিপক্ষে একাই চার গোল করা লেভানদভস্কি এবার করেছেন তিন গোল। অন্য গোল দুটি করেছেন দুই বদলি খেলোয়াড় লেরয় সানে ও ১৭ বছর বয়সী জামাল মুসিয়ালা।
এবারের বুন্দেসলিগায় মাত্র ৫ ম্যাচে ১০ গোল করেছেন লেভানদস্কি। এ লিগে সবচেয়ে দ্রুত ১০ গোলের মাইলফলকে পৌছানোর এটাই তার রেকর্ড।