পদ্মা সেতুর ৫ হাজার ১শ’ মিটার দৃশ্যমান
ঢাকা: পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান। দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১শ মিটার।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় স্প্যান বসানোর কাজ। সকাল ১০টা ৭ মিনিটের দিকে বসানো হয় ৩৪তম ‘টু-এ’ স্প্যান।
গতকাল স্প্যান বসানোর কথা থাকলেও, বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসলো স্প্যানটি। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৪টি বসানোর কাজ শেষ হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৭ দশমিক ৫৫ ভাগ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৭৪ দশমিক ৫০ ভাগ। ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ২৩ হাজার ৭৯৬ দশমিক ২৪ কোটি টাকা।
মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) এবং নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।