বাটলারের কাছে ধোনির আত্মসমর্পন

সময়: 7:16 am - October 20, 2020 | | পঠিত হয়েছে: 62 বার
বাটলারের কাছে ধোনির আত্মসমর্পন

স্পোর্টস 

চেন্নাই সুপার কিংস : ১২৫/৫ (২০.০ ওভারে)
রাজস্থান রয়েলস : ১২৬/৩ (১৭.৩ ওভারে)
ফল : রাজস্থান রয়েলস ৭ উইকেটে জয়ী।

সুরেশ রায়না, হরভাজন সিং চলে যাওয়ায় চেন্নাই সুপার কিংস হারিয়েছে ভারসাম্য-দ্বিতীয় রাউন্ড থেকেই তা স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। গতবারের রানার্স আপ চেন্নাই সুপার কিংস এবার নিতান্তই সাধারন মানের দলে নেমে এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়ে ধোনি এখন চেন্নাই সুপার কিংসের বোঝা হয়ে গেছে ! জয় দিয়ে আইপিএল শুরু করে ছন্দপতন হয়েছে। প্রতি ২ ম্যাচ হারের পর জয়-এই নামতা গুনছে এখন ধোনির দল।

প্রথম লেগে রাজস্থানের কাছে ১৬ রানে হারের বদলা নিতে পারেনি ধোনির দল। উল্টো ফিরতি ম্যাচে হেরে গেছে রাজস্থানের কাছে ৭ উইকেটে। তাও আবার ১৫ বল হাতে রেখে চতুর্থ জয় উদযাপন করেছে রাজস্থান রয়েলস।

সোমবার আবুধাবিতে গোপাল (৪-০-১৪-১),তিওয়াতিয়ার (৪-০-১৮-১)বোলিংয়ে ১২৫/৫ স্কোরকে যথেস্ট মনে হয়নি। হাত ভর্তি উইকেট থাকার পরও শ্লগের ব্যাটিংটা হয়নি সময়োচিত। শেষ ৩০ বলে ৩৬ এ থেমেছে ধোনির দল। ধোনি,জাদেজার ব্যাটিংয়ে তিন অংকের নাগাল পেয়েছে চেন্নাই। তবে ২৮ বলে ধোনির ২৮, কিংবা ৩০ বলে জাদেজার ৩৫-পায়নি হাততালি।

চাহার,হ্যাজেলউডের বোলিংয়ে ১২৫ রানের জবাব দিতে এসে স্কোরশিটে ২৮ উঠতে ৩ ব্যাটসম্যান হারিয়ে শঙ্কা ভর করা রাজস্থানকে ম্যাচে ফিরিয়েছে ৪র্থ জুটির অবিচ্ছিন্ন ৯৮। স্মিথের ২৪ বলে ২৬ রান দিয়েছে সাপোর্ট। বাকি দায়িত্বটা নিয়েছিলেন বাটলার। চলমান আইপিএলে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরিকে (৪৮ বলে ৭ চার,২ ছক্কায় ৭০*) দলকে জিতিয়েই ফিরেছেন ড্রেসিরুমে।

১০ম ম্যাচে চতুর্থ জয়ে কোয়ালিফাইয়ারের কক্ষপথে আছে স্টিভেন স্মিথের রাজস্থান রয়েলস। তবে ১০ম ম্যাচে ৭ম হারে চেন্নাই সুপার কিংসের আকাশে দুর্যোগের ঘনঘটা।

এই বিভাগের আরও খবর