মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটের রেকর্ড

সময়: 5:55 am - October 14, 2020 | | পঠিত হয়েছে: 69 বার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটের রেকর্ড

আন্তর্জাতিক : আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত মোট ভোট পড়েছে এক কোটি চার লাখ।

যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।

এছাড়া মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই।

সরাসরি ছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ১০ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন।

এই বিভাগের আরও খবর