নতুন অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন

সময়: 7:50 pm - October 8, 2020 | | পঠিত হয়েছে: 49 বার
নতুন অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন

ঢাকা: নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন। বৃহস্প‌তিবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর ফলে এ এম আমিন উদ্দিন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত করে বলেন, রাষ্ট্রপতি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু হলে পদটি শূন্য হয়।

এই বিভাগের আরও খবর