বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

সময়: 6:43 am - October 7, 2020 | | পঠিত হয়েছে: 55 বার
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি।

মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের বেশি। এরমধ্যে সুস্থ হয়েছে ২ কোটি ৭১ হাজারের বেশি মানুষ।

এদিকে ভারতে গত এক সপ্তাহে কমেছে শনাক্ত ও মৃত্যুহার। একদিনে দেশটিতে মারা গেছে ৮৮৪ জন। নতুন শনাক্ত ৬১ হাজার।

ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে শনাক্ত ছাড়িয়েছে আট লাখ। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বার, সুইমিং পুল দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ থাকবে খেলাধুলাও। স্কুল খোলার এক সপ্তাহ পার না হতেই মঙ্গলবার থেকে নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সের ৯টি হটস্পটে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

ইরানে করোনায় মৃত্যু বাড়ায় তেহরানে সপ্তাহব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে চলতি বছর শেষ হওয়ার আগেই করোনা ভ্যাকসিন মিলতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই বিভাগের আরও খবর