‘দুর্ণীতিকে প্রশ্রয়’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমীর খসরু যা বললেন

সময়: 11:29 am - June 11, 2020 | | পঠিত হয়েছে: 99 বার
কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় 'দুর্ণীতিকে প্রশ্রয়' তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমীর খসরু

ঢাকা: এবারের বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তাতে দুর্ণীতিকে চলমান রাখার চেষ্টা দেখছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দলের জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী মনে করেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ নেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়াসই দেখেননি তিনি। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলোকে বঞ্চিত করে অন্য প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল ‘দুর্ণীতির ধারা অব্যাহত রাখা’।

বৃহস্পতিবার দলীয়ভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবে না জানিয়ে বিএনপি বলছে, শুক্রবার বিকেলে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবে সংবাদ সম্মেলনে।

এই বিভাগের আরও খবর