অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আইজিপির শোক

সময়: 4:32 am - September 28, 2020 | | পঠিত হয়েছে: 49 বার
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আইজিপির শোক

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

রবিবার এক শোক বার্তায় আইজিপি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সৎ ও আদর্শ মানুষ ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এই ব্যক্তি কোনদিন অন্যায় ও অসত্যের সাথে আপস করেননি।

শোক বার্তায় তিনি আরও বলেন, তিনি আমৃত্যু দেশ ও দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন ও মেলবন্ধন ঘটিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভূমিকার কথা অকপটে নানাভাবে তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ মানুষকে হারালো।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মাহবুবে আলম ইন্তেকাল করেন।

এই বিভাগের আরও খবর