ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার

সময়: 6:04 am - September 27, 2020 | | পঠিত হয়েছে: 69 বার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন এসব তথ্য নিচ্শিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৬১৭ পিস ইয়াবা, ১০৫ গ্রাম ২৬০ পুরিয়া হেরোইন ও ১৫ কেজি ৩৫৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও খবর