উদ্বাস্তুদের দায়িত্ব নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
ঢাকা : জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বে প্রতিনিয়তই উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। এসব বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি এই সংকট সমাধানে বিশ্বনেতাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি। জাতিসংঘ এবং জলবায়ু বিষয়ক সংস্থা ক্লাইমেট ভলনারেবল ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তণের ঝুঁকি কমাতে পাঁচটি প্রস্তাবও উত্থাপন করেন শেখ হাসিনা।
বরাবরের মত এবারও জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ এবং জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট ভলনারেবল ফোরাম-সিভিএফের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংসহ বিশ্বনেতারা। সিভিএফ সভাপতি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবলোয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন বিশ্বনেতারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটে বিশ্বনেতাদের আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জলবায়ুর ঝুঁকি মোকাবেলায়, তহবিল গঠন, বরাদ্দের পরিমাণ বাড়ানো, উদ্বাস্তুদের দায়িত্ব নেওয়ার মত পাঁচটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় সবদেশকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।