জুটি বাঁধলেন পপি-শিপন
সময়: 6:49 am - September 23, 2020 | | পঠিত হয়েছে: 59 বার
বিনোদন: ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার প্রজাপতি’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন চিত্রনায়িকা পপি। এতে পপির বিপরীতে প্রথমবার অভিনয় করছেন শিপন মিত্র। পপির বিপরীতে আরও আছেন সিনেমাটির নির্মাতা রাজু আলীম।
সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে। জানা যায় এটি একটি রোমান্টিক গল্পের সিনেমা।
গল্প রচনা ও চিত্রনাট্য করেছেন খালিদ মাহবুব তূর্য এবং এটি নির্মাণ করছেন রাজু আলীম ও মাসুমা তানি।
গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি হাউসে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।