বিশ্বে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের বেশি

সময়: 4:57 am - September 22, 2020 | | পঠিত হয়েছে: 74 বার
বিশ্বে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের বেশি

ঢাকা : ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের বেশি। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ ৬৯ হাজার। মোট আক্রান্ত ৩ কোটি ১৫ লাখ মানুষ।

সোমবারও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৭৫ হাজারে। দেশটিতে কোভিড নাইনটিনে এ পর্যন্ত ৮৯ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ৫৫ লাখের বেশি আক্রান্ত হয়েছেন।

৪৫৫ জনের মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ সাড়ে ৩৭ হাজারের মতো। সংক্রমিত ৪৫ লাখ ৬০ হাজারের বেশি। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। একদিনে মারা গেছেন রেকর্ড ৪২৯ জন। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ৬ লাখ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। দৈনিক প্রাণহানি অনেকটা কমেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোতে।

এই বিভাগের আরও খবর