প্রাণনাশের ভয়ে মুম্বাই ছাড়লেন কঙ্গনা

সময়: 10:59 am - September 15, 2020 | | পঠিত হয়েছে: 91 বার
প্রাণনাশের ভয়ে মুম্বাই ছাড়লেন কঙ্গনা

ভারত: অবশেষে মুম্বাই ছেড়ে চলেই গেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রাণনাশের ভয়ে তিনি প্রিয় শহর ছেড়ে পাড়ি জমিয়েছেন চণ্ডীগড়। সোমবার সকালে তিনি চণ্ডীগড় পৌঁছান।

সেখানে পৌঁছেই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মুম্বাই আমার কাছে একটা সময়ে মায়ের আঁচলের মতো ছিল, আর আজ নিজের প্রাণ হাতে করে ফিরতে হল ওখান থেকে। চণ্ডীগড়ে নেমে আমার আর নিরাপত্তাবাহিনীর প্রয়োজন পড়ছে না। লোকজন খুশিতে আমাকে অভিবাদন জানাতে আসছে। মনে হচ্ছে যেন, এবার বেঁচে গেলাম!

প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানারকম বিতর্কিত মন্তব্য করে আসছেন কঙ্গনা রানাউত। এমনকি মুম্বাই পুলিশের বিরুদ্ধেও তিনি মন্তব্য করেছেন। তার পরপর এসব মন্তব্য প্রশাসন ভালোভাবে নেয়নি।

কঙ্গনার বিতর্কিত মন্তব্যগুলোর বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, ‘কঙ্গনার কোনও অধিকার নেই মুম্বাইতে থাকার। ও যা মন্তব্য করেছে, তার ভিত্তিতে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া যেতে পারে’। এরপর অনিল দেশমুখকেও ছেড়ে কথা বলেননি কঙ্গনা। বললেন, ‘মহারাষ্ট্র কারও বাবার নয়, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!’

এই বিভাগের আরও খবর