ধলগ্রামে ইউনিয়ন বিএনপি সভাপতি-সাবেক চেয়ারম্যান আবু তালেব মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সময়: 1:17 pm - July 30, 2020 | | পঠিত হয়েছে: 405 বার

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু তালেব মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ ধলগ্রাম ইউনিয়নের বল্লামুখ গ্রামের ঈদগা ময়দানের পাশে অবস্থিত কবরস্থানে বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা এ কবর জিয়ারতের আয়োজন করেন।

এ সময় মৃত চেয়ারম্যান মোঃ আবু তালেব মোল্লার ছেলে তাকলিম সকলের কাছে তার বাবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

কবর জিয়ারতের আয়োজন পরিচালনা করেন ধলগ্রাম ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হোসেন জনি।

ধলগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি-সাবেক চেয়ারম্যান আবু তালেব মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন

এ সময় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৃত আবু তালেব মোল্লা ভাই মো: নাজমুল মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল গনি, ইউনিয়ন বিএনপি নেতা শহীদ সর্দার, বিএনপি নেতা আশরাফ আলী, মশিউর রহমান, বিএনপি নেতা আতাউর রহমান, সমাজসেবক মেহেদী খন্দকার, মিল্টনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ধলগ্রাম ইউনিয়নের ছাত্রনেতা আলিফ মোল্লা, রুবেল হোসেন, লিপটন জুবায়ের, রুবেল, জসিম উদ্দিন, জুয়েল মাহমুদ, জুয়েল মোল্লা (১), মোঃ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভোরের পাতা/টিম/আই

এই বিভাগের আরও খবর