বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে প্রতিবাদ

সময়: 11:42 am - July 28, 2020 | | পঠিত হয়েছে: 71 বার
বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে প্রতিবাদ

ঢাকা: সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাবে ফুঁসে উঠেছে বরিশালবাসী। ঐতিহ্যবাহী কলেজের না অপরিবর্তন রাখার দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তি জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সর্বদলীয় সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানের সামনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুঁশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদীপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমন্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহা শশ্মান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী (কুণ্ডু),বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস অ্যাভোকেট, হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র অ্যাডভোকেট, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু উপস্থিত ছিলেন।

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজার নগরবাসী সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।

এই বিভাগের আরও খবর