সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্রই

সময়: 6:07 pm - July 23, 2020 | | পঠিত হয়েছে: 68 বার
সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্রই

ঢাকা: আগের বছর উন্নতি করলেও এবার সামরিক শক্তিতে গত বছরের চেয়ে পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৪৬তম, যা গত বছর ছিল ৪৫তম।

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশ ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে ৪৬তম অবস্থানে রয়েছে।

প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫তম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৫তম। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান।

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় থাকা শীর্ষ ১০ দেশ হলো—১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮. যুক্তরাজ্য, ৯. মিশর, ১০. ব্রাজিল, ১১. তুরস্ক, ১২ ইতালি, ১৩. জার্মানি, ১৪. ইরান, ১৫. পাকিস্তান।

এই বিভাগের আরও খবর