২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, আক্রান্ত ৩০৩৪ জন

সময়: 11:13 am - July 17, 2020 | | পঠিত হয়েছে: 44 বার
২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, আক্রান্ত ৩০৩৪ জন

ঢাকা; দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫৪৭ জন কোভিড রোগী মারা গেলেন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার (১৭ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। একই সময়ে করোনা আক্রান্ত ৩ হাজার ৩৪ জন শনাক্ত হয়েছেন। আর গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন।

গত ২৪ ঘণ্টার হিসাব ধরে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। আর এ পর্যন্ত সার্বিক পরিসংখ্যানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৮০ শতাংশ। আর সংক্রমণ শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

এদিকে, নতুন এক হাজার ৭৬২ জন সুস্থ হওয়ার পর মোট সুস্থ হলেন এক লাখ ৮ হাজার ৭২৫ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। এর শতকরা হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর