মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময়: 7:24 am - July 16, 2020 | | পঠিত হয়েছে: 77 বার
মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: মুজিব বর্ষ উপলক্ষ্যে দেশজুড়ে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণভবন থেকে দেশজুড়ে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে দেশবাসীকে সবার সাধ্যমতো বৃক্ষরোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব যেকোনো গাছ উপযুক্ত জায়গায় রোপণের ওপর জোর দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তেঁতুল, ছাতিয়ান ও চালতা, এই তিন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা।

মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০,৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি চারা বিতরণ বিষয়ে বিশদ পরিকল্পনা সহকারীদের তালিকা প্রণয়ন করেছে।

এই বিভাগের আরও খবর