কুকুরের কারণে শাহেদের ভারত পালানোর পথ আটকে যায়

সময়: 9:13 am - July 15, 2020 | | পঠিত হয়েছে: 89 বার
কুকুরের কারণে শাহেদের ভারত পালানোর পথ আটকে যায়

ঢাকা: করোনার ভুয়া টেস্টের জন্য বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার ভোরে দেবহাটার কোমরপুর এলাকার লবঙ্গ নদীর বেইলি ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রিজের নিচ দিয়ে লবঙ্গ নদীপথে নৌকায় শাহেদ বোরকা পরা অবস্থায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ই তার পিছে বাদ সাধে শাখরা বাজারের কয়েকটি কুকুর। অচেনা মানুষ দেখে কুকুরগুলো তার যাওয়ার পথে বাধা দেয়। আর ঠিক সেই মুহূর্তে চারটি গাড়িতে করে আগে থেকে নজরদারিতে রাখা সাহেদ করিমকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করেন।

তখনই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি বজলুর রহমান। তিনি জানান, তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

গত কয়েক দিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য সাতক্ষীরার আইনশৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে হানা দিয়ে আসছিল। সাহেদ কোমরপুর সীমন্তে একটি চিংড়ি ঘেরের বাসায় অবস্থান করছিল বলে র‌্যাব এর কাছে খবর ছিল।

র‌্যাব কমান্ডার আরো জানান, সকালে শাহেদ করিমকে নিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। পরে সকাল ৮টার দিকে র‌্যাবের হেলিক্যাপ্টার যোগে শাহেদ করিমকে নিয়ে ঢাকার পথে রওনা হন শাহেদ।

এই বিভাগের আরও খবর