রেলে কোরবানির পশু পরিবহন খরচ প্রতি কিলোমিটারে ২০ টাকা

সময়: 8:25 am - July 14, 2020 | | পঠিত হয়েছে: 77 বার
রেলে কোরবানির পশু পরিবহন খরচ প্রতি কিলোমিটারে ২০ টাকা

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে ব্যাবসায়ীদের চাহিদার উপর ভিত্তি করে দেশের ৩৪টি রেল স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।

রেলের এই নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে গরু পরিবহনে সবচেয়ে কম টাকা খরচ লাগবে দেওয়ানগঞ্জের মেলান্দহ স্টেশন থেকে। খরচ হবে যথাক্রমে মাত্র ৩৭৫ থেকে ৪৮৮ টাকা। আর গাইবান্ধা থেকে একটি গরু পরিবহন সবচেয়ে বেশি খরচ হবে। যা যথাক্রমে ৮৭৫ টাকা ও ১২৩১ টাকা। তবে কবে থেকে এ ট্রেন সার্ভিস চালু হবে তার তারিখ নির্দিষ্ট না হলেও কর্তৃপক্ষ বলছে গরু ব্যবসায়ীদের চাহিদাপত্র পেলেই পশুবাহী ট্রেন পরিচালনা করা হবে।

তাছাড়া, রেলে কোরবানির পশু পরিবহন আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্টোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে

গত ৭ জুলাই রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে রেল কর্তৃপক্ষ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহন করবে।

এই বিভাগের আরও খবর