লাইফ সাপোর্টে নাসিম, অবস্থা খুবই সঙ্কটাপন্ন

সময়: 5:58 am - June 9, 2020 | | পঠিত হয়েছে: 61 বার
নিজ থেকে শ্বাস নিতে পারছেন না নাসিম

ঢাকা: করোনায় আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এরইমধ্যে গতকাল সোমবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের এই শীর্ষ নেতার মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি পুরোপুরি গুজব উল্লেখ করে দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘নাসিমের স্বাস্থ্য অবস্থা আশঙ্কাজনক। ৮০ থেকে ৯০ পার্সেন্ট রক্ত সঞ্চালন রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদটি ‘গুজব’।’

গত সোমবার (১ জুন) শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্পেশাইজড হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসিইউতে ব্রেন স্ট্রোক হয় নাসিমের। শুক্রবার তার অপারেশন করা হয়। অপারেশনের পর তাকে আইসিইউতে অচেতন অবস্থায় রাখা হয়।

অপারেশনের পর চিকিৎসকরা নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরে সেটি বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়।

গতকাল সোমবার (৮ জুন) নাসিমের আইসিইউতে ভেন্টিলেশনে থাকার ৭২ ঘণ্টা পূর্ণ হচ্ছে। এর আগে গত শনিবার তার ছেলে তানভির শাকিল জয় জানিয়েছিলেন, আইসিইউতে ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গতকাল সোমবার জানিয়েছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস শনি ও রবিবার একই রকম ছিল। তিনি ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল সেরকমই আছে। অবস্থার কোনও উন্নতি নেই।

তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের জ্ঞান কখন ফেলে সেটি বোঝা যাচ্ছে না। তিনি কোমায় আছেন। তিনি কারও ঈশারায় সাড়া দিচ্ছেন না। সিটি স্ক্যান করার মতো অবস্থায় নেই তিনি। অবস্থার কিছুটা উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।’

এই বিভাগের আরও খবর