চলেই গেলেন ভারতের সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট
ভারত-পাকিস্তান : গোটা দেশে মহামারি করোনা ভাইরাসের বিস্তার যখন ব্যাপক হারে বাড়ছিল তখন বিভিন্ন রাজ্যের শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার কাজে এগিয়ে এসেছিলেন দেবদত্তা রায়। সেই করোনাযোদ্ধা এবার নিজের জীবনের কাছে হার মানলেন। নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়।
গতকাল সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউন চলাকালে ডানকুনি রেলস্টেশনে অবস্থান নেয়া শ্রমিকদের সাহসিকতার সঙ্গে বাড়ি পৌঁছে দিতে কাজ করেছিলেন দেবদত্তা রায়।
এদিকে দেবদত্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেবদত্তাকে কোভিডযুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে তার। তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গেল রবিবার হঠাৎ করেই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। শরীরে অক্সিজেন নেয়ার মাত্রাও অত্যধিক কমে গিয়েছিল তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই সোমবার তিনি মারা যান।