কঠিন সময়ে বড় দুঃসংবাদ রিয়াল শিবিরে

সময়: 6:56 am - July 12, 2020 | | পঠিত হয়েছে: 56 বার
কঠিন সময়ে বড় দুঃসংবাদ রিয়াল শিবিরে

স্পোর্টস: নাকের ডগায় যখন লা লিগা শিরোপার সুবাস ঠিক এমন সময় দুঃসংবাদ ধেয়ে এলো রিয়াল মাদ্রিদের শিবিরে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতেই দলের অন্যতম অভিজ্ঞ ও তারকা খেলোয়াড় মার্সেলোকে হারাতে হলো স্প্যানিস জায়ান্টদের।

বাঁ পায়ের মাংসপেশির চোটে এবারের লা লিগা মৌসুম শেষ হয়ে এই ব্রাজিলিয়ান লেফটব্যাকের।

গেল শুক্রবার রাতে ঘরের মাঠে দোপার্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন না মার্সেলো। চোটের কারণে তাকে পুরোটা সময় ডাগ আউটে বসেই কাটাতে হয়েছে। যদিও সেই ম্যাচটি অনায়াসের ২-০ গোলের ব্যবধানে জিতে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

চিকিৎসকরা জানিয়েছেন, চোট কাটিয়ে মার্সেলোর মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। যদিও এরইমধ্যে শেষ হয়ে যাবে লা লিগা। তাই চলতি মৌসুমের লিগে তার আর মাঠে নামা হচ্ছে না।

এদিকে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্সেলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। চোট খুব মারাত্মক নয়। তবে তাকে নিয়ে ক্লাব কোনও ঝুকি নিতে চায় না। সে সেরে ওঠার জন্য পরিশ্রম করছে।

এই বিভাগের আরও খবর