ভারতে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত করোনা, নতুন শনাক্ত ২৭,১১৪

সময়: 8:28 am - July 11, 2020 | | পঠিত হয়েছে: 52 বার
ভারতে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত করোনা, নতুন শনাক্ত ২৭,১১৪

ঢাকা: ভারতে প্রতিদিনই ভাঙছে নতুন করোনা রোগী শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৭ হাজার ১১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনের ভারতে করোনায় মারা গেছেন ৫১৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২ হাজার ১২৩ জন। এর আগে শুক্রবারই ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে যায়। ভারতে গত চারদিনে নতুন করে এক লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সরকারি তথ্য মতে, ভারতে এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন রোগী করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে সুস্থতার হার ৬২.৭৮ শতাংশ।

করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত ।

এই বিভাগের আরও খবর