মেক্সিকোতে করোনা শনাক্তে রেকর্ড
সময়: 10:19 am - July 10, 2020 | | পঠিত হয়েছে: 54 বার
ঢাকা: গত চব্বিশ ঘণ্টায় মেক্সিকোতে কভিড-১৯ শনাক্ত সংখ্যায় রেকর্ড হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২৮৩ জন।
মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে। এর মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫২৬ জন; গত একদিনে মৃত্যু হয়েছে ৭৩০ জনের।
১২ কোটি ৭০ লাখ জনগণের দেশটি করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় পঞ্চমস্থানে আছে। তাদের ওপরে চতুর্থস্থানে রয়েছে ইতালি, তৃতীয়স্থানে যুক্তরাজ্য। শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে ব্রাজিল।