রিজেন্টের চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সময়: 3:24 pm - July 9, 2020 | | পঠিত হয়েছে: 53 বার
রিজেন্টের চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা: নানা প্রতারণার হোতা রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তাও ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে সাহেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সব হিসাব আগামী ৩০ দিন অবরুদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।

এরপর আওয়ামী লীগের এই নেতার প্রতারণার ভিন্ন ভিন্ন রুপ বেড়িয়ে আসে। যা দেশ ছেড়ে বিদেশেও আলোচনা-সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর