মিটফোর্ডে নকল ওষুধের সন্ধান, র্যাবের অভিযান চলছে
ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডস্যাটাইজার ও নকল ওষুধের বিরুদ্ধে র্যাবের মোবাইল কোর্ট চলছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এসব নকল হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।