আইইডিসিআর’র ৪৭ টেকনোলজিস্টের চাকরি স্থায়ী করার দাবি

সময়: 9:03 am - July 6, 2020 | | পঠিত হয়েছে: 50 বার
আইইডিসিআর'র ৪৭ টেকনোলজিস্টের চাকরি স্থায়ী করার দাবি

ঢাকা: আইইডিসিআর ভবনের সামনে সমাবেশ করেছেন এই প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা।

আজ মহাখালীতে আয়োজিত এই সমাবেশে ৪৭ জন মেডিক্যাল টেকনোলজিস্টের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে করোনা মহামারির প্রাদুর্ভাব শুরুর পর থেকে এসব কর্মী নমুনা সংগ্রহসহ সব রকম কাজ করছেন। সম্প্রতি রাষ্ট্রপতির সম্মতিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে স্থায়ী চাকরি দেয়া হলেও আইইডিসিআরে কর্মরত ৪৭ জনকে অর্ন্তভুক্ত করা হয়নি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর