পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

সময়: 6:09 am - July 3, 2020 | | পঠিত হয়েছে: 43 বার
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

ঢাকা: এবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২রা জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্য জানান। তিনি ১লা জুলাই থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশনে থাকলেও বুধবার তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’

এর আগে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১৫ মন্ত্রী ও সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন।

ইতিমধ্যে তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমেরও করোনা শনাক্ত হয়েছিল।

এই বিভাগের আরও খবর